রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা ৪৭.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে জয় নিশ্চিত করে। ১৫ বল হাতে রেখে আসা এই জয়ে ম্যাচসেরা হন ড্যারিল মিচেল, যিনি ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৩১ রান করেন। উইল ইয়াং যোগ করেন ৮৭ রান। ভারতের মাটিতে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
এর আগে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৪ রান তোলে। লোকেশ রাহুল ৯২ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ১১২ রান করেন, ওপেনার শুভমান গিল করেন ৫৬ রান। নিউজিল্যান্ডের পক্ষে ক্লার্ক নেন তিন উইকেট ৫৬ রানে।
এই জয়ে ভারতের বিপক্ষে টানা আট ম্যাচের হার কাটিয়ে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড, যা শেষ ম্যাচকে নির্ধারণী করে তুলেছে।
রাজকোটে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড