চট্টগ্রামের সন্দ্বীপে এক কুরআন তিলাওয়াত সম্মেলনে বক্তার মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উচ্চারণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে বক্তাকে ‘পাকিস্তান’ ও ‘বাংলাদেশ’ উভয় দেশের নাম ধরে স্লোগান দিতে দেখা যায়। আয়োজকদের দাবি, ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেওয়ায় প্রত্যেক দেশের প্রতিনিধিকে স্বাগত জানাতে এমন স্লোগান দেওয়া হয়েছিল। একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতেও ‘মিসর জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়। তবে ঘটনাটি নিয়ে মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং একে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে নিন্দা জানিয়েছেন। সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা জানান, তিনি ভিডিওটি দেখেননি, তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আয়োজক সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক ফোনে যোগাযোগযোগ্য ছিলেন না।
সন্দ্বীপে মাহফিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ভাইরাল, ক্ষোভ ও তদন্ত শুরু