Web Analytics

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের দপ্তরের সামনে শুক্রবার বিক্ষোভ করেছে তিপরা মথা দলের যুব সংগঠন ‘ইউথ তিপরা ফেডারেশন’। বিক্ষোভের আগেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং পুলিশ সুপার নমিত পাঠকের নেতৃত্বে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

এই বিক্ষোভের পেছনে কারণ হিসেবে সংগঠনটি জানায়, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়েছে। তারা এই মন্তব্যকে উসকানিমূলক ও ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য ক্ষতিকর বলে আখ্যা দেন। একইসঙ্গে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

গত বছর একই দপ্তরে হিন্দুত্ববাদী সংগঠনের হামলার ঘটনার প্রেক্ষিতে এবার প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী অঞ্চলে শান্তি ও কূটনৈতিক স্থিতিশীলতা রক্ষাই এখন প্রধান লক্ষ্য।

19 Dec 25 1NOJOR.COM

বাংলাদেশ মিশনের সামনে তিপরা যুব সংগঠনের বিক্ষোভে আগরতলায় নিরাপত্তা জোরদার

Person of Interest

logo
No data found yet!