চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জীবনে অনেক দলকে সুযোগ দেওয়া হয়েছে, এবার হাতপাখাকে একবার সুযোগ দেওয়া উচিত। রোববার কিশোরগঞ্জে যুব সমাবেশে তিনি বলেন, বারবার যারা ব্যর্থ, তারা আর কী করবে? একবার আমরাও সুযোগ পেয়ে ব্যর্থ হলে রাজনীতি ছাড়ব। তিনি ভারতের সমালোচনা করে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পার্থক্য কাঁটাতারের নয়, আদর্শ ও নীতির। ইসলাম ধ্বংস হলে বাংলাদেশও সিকিমের মতো ভারতের দখলে চলে যাবে—এমন হুঁশিয়ারি দেন তিনি।
জীবনে অনেক দলকে সুযোগ দেওয়া হয়েছে, এবার হাতপাখাকে একবার সুযোগ দেওয়া উচিত। ইসলাম ধ্বংস হলে বাংলাদেশও সিকিমের মতো ভারতের দখলে চলে যাবে: চরমোনাই পির