ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার মতে, এর মাধ্যমে অবৈধ ওই সব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত। উল্লেখ্য, আদালতের রায় পেয়ে মেয়র পদে প্রথম বসেন চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত। আসিফ মাহমুদ বলেন, আমরা মামলায় পক্ষভুক্ত নই, ফলত অফিসিয়াল অবস্থান নেই।
আ.লীগ আমলে পরাজিত প্রার্থীরা মেয়র পদে; "এর মাধ্যমে অবৈধ ওই সব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে": আসিফ মাহমুদ