সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র- এই চারটি উপাদানকে রাষ্ট্রের মূলনীতি করার দাবি এবি পার্টির। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক বলেছেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে সেই জন্য বাংলাদেশে একজন ব্যক্তি যাতে যে কোন ফরম্যাটে জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন সেই জায়গাতে ২-৩টি দল বাদ দিয়ে অধিকাংশ দল এই ঐকমত্য পোষণ করেছেন। আশাকরি বাকি ২-৩টি দলও একমত পোষণ করবেন। আরও বলেন, আমরা কমিশনকে জোর দিয়ে বলেছি যে, ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারগুলো সফল করতে হবে, এক্ষেত্রে সব রাজনীতির দলগুলোকে একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে।
সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র- এই চারটি উপাদানকে রাষ্ট্রের মূলনীতি করার দাবি এবি পার্টির।