রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে নির্মমভাবে খুনের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্মাতা আশফাক নিপুন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি অভিযোগ করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, হাতেনাতে চাঁদাবাজকে ধরার পর তাকে ছাড়াতে থানায় হামলা করে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে কুমিল্লা থেকে অতিরিক্ত বাহিনী ও যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৭ জনকে গ্রেপ্তার করা হলেও তারা মাসখানেকের মধ্যেই জামিনে ছাড়া পায়। প্রশাসনের কিছু অংশ ছাড়া বাকি সবাই ক্ষমতার দাস।
হাতেনাতে চাঁদাবাজকে ধরার পর তাকে ছাড়াতে থানায় হামলা করে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রশাসনের কিছু অংশ ছাড়া বাকি সবাই ক্ষমতার দাস: আসিফ মাহমুদ