রাজধানীর হাজারীবাগের একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার আওতাধীন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন রুমি। তার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের সাইবার বুলিং ও হুমকির শিকার হয়েই কি তিনি আত্মহত্যা করেছেন।
দলীয় নেতারা অভিযোগ করেছেন, রুমি এক মাস আগে থানায় সাধারণ ডায়েরি করে নিরাপত্তা চেয়েছিলেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, অভিযুক্তদের ফেসবুক আইডি ও ফোন নম্বরসহ তথ্য দেওয়া হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ বিতর্কিত মন্তব্য করেছেন।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনাটি রাজনৈতিক হয়রানি, অনলাইন নির্যাতন এবং নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সাইবার বুলিং ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এনসিপি নেত্রী রুমীর মৃত্যু