Web Analytics

শনিবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানায় এবং পতাকা বৈঠকে বসে। বৈঠকে বিএসএফ কাঁটাতার স্থাপন বন্ধ রেখে তা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৯ অক্টোবর ও এ বছরের ২১ জানুয়ারিতেও একই এলাকায় বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবির বাধায় তা বন্ধ হয়েছিল। সর্বশেষ ঘটনাটি আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ বেড়া দেওয়ার কাজ শূন্যরেখা থেকে প্রায় ২০ ফুট দূরে শুরু হয়েছিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

পুনরাবৃত্ত এসব ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ জোরদার হয়েছে যাতে ভবিষ্যতে এমন আইন লঙ্ঘন রোধ করা যায়।

28 Dec 25 1NOJOR.COM

জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া স্থাপন বন্ধে বিজিবির প্রতিবাদ ও বৈঠক

Person of Interest

logo
No data found yet!