গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে অনেক। যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই ইসরাইল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৫৭০ ছাড়িয়ে গেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।