সিরিয়ার রাজধানী দামেস্কের গ্রামীণ এলাকা বেইত জিন্ন ও মাযরাত বেইত জিন্নে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ইসরাইলি সেনা সদস্যও রয়েছেন। শুক্রবার ভোরে চালানো এই হামলায় নারী ও শিশুও নিহত হয়েছে বলে সিরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে আছে এবং উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘আল-জামা ইসলামিয়া’র সদস্যদের আটক করেছে, যারা নাকি ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নভেম্বর মাসে ইসরাইল দক্ষিণ সিরিয়ায় ৪৭টি অভিযান চালিয়েছে এবং ২০২৪ সালের শেষ দিক থেকে এক হাজারেরও বেশি বিমান হামলা পরিচালনা করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক এই সংঘর্ষে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
দামেস্কের কাছে ইসরাইলি হামলায় ১২ নিহত ও ১৮ আহত, ছয় ইসরাইলি সেনা আহত