ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই-বাছাইয়ে মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে চারজনের কাগজপত্র সঠিক পাওয়া যায়। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ-এর আমিনুর ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামানের মনোনয়নপত্রে গরমিল থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারের সম্মতি ও দলীয় মনোনয়নের কাগজে অসঙ্গতি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. আজিজুল হক এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী। বাতিল হওয়া দুই প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, চারজনের বৈধতা ঘোষণা