গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরাইলের দুই বছরের যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু উড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এই ক্ষয়ক্ষতির ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরও বেড়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিতে উপকূলীয় এলাকায় তাঁবুগুলো ছিঁড়ে উড়ে গেছে, ফলে বহু পরিবার কঠিন আবহাওয়ার মধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, এটি কেবল আবহাওয়াজনিত সংকট নয়; নির্মাণসামগ্রীর প্রবেশ বন্ধ থাকায় পুনর্গঠন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে মানুষ মর্যাদা ও সুরক্ষা ছাড়াই ছেঁড়া তাঁবু ও অনিরাপদ ঘরে বসবাসে বাধ্য হচ্ছে।
ফিলিস্তিনি আবহাওয়াবিদেরা জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়টি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। বাসাল সতর্ক করেছেন, দীর্ঘ ইসরাইলি বোমাবর্ষণে বহু নগর এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, তাই নিরাপদ বিকল্প না থাকায় অনেক পরিবার উপকূলে তাঁবু স্থাপন করতে বাধ্য হয়েছে।
গাজায় ঝড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজারো তাঁবু ধ্বংস, মানবিক সংকট বাড়ছে