বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের করা সাইবার মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানায়, অনলাইনে ‘অপপ্রচার’ ও নারী নেত্রীদের সাইবার বুলিংয়ের অভিযোগে কয়েকটি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে মামলা দায়ের করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী ও নজিরবিহীন পদক্ষেপ। মঙ্গলবার এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সাদিক কায়েম আইনের অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করেছেন। তারা আরও অভিযোগ করেন, বর্তমান আইনে মানহানি সংক্রান্ত মামলা করার সুযোগ নেই, তবুও সাদিক কায়েম শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে ‘মামলা সন্ত্রাস’ চালাচ্ছেন। ছাত্রদল এই মামলাকে বাকস্বাধীনতা হরণের প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে।
ছাত্রদল ঢাবি ভিপি সাদিক কায়েমের সাইবার মামলা প্রত্যাহার ও দুঃখপ্রকাশের দাবি জানিয়েছে