বিএনপি নেত্রী অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে। দেশ ও জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ এবং নিষ্কন্ঠক আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হবে। দেশ নিরাপদ না থাকলে, কেউ নিরাপদ থাকব না। তিনি বলেন, নির্বাচন হচ্ছে একটি পথ, যা সকলের স্বাধীনভাবে মতপ্রকাশ নিশ্চিত করে। গণতন্ত্র সাবলীল হলে দেশ অবশ্যই উন্নত হবে। জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতেই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই চিন্তা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। আরো বলেন, আজকে বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতির তকমা লাগানোর চেষ্টা করা হয়; কিন্তু বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যে দল সংখ্যা গরিষ্ঠ মানুষের মর্যাদা, দর্শন এবং সেন্টিমেন্ট ধারণ করে। সকল মত-পথের মানুষ একত্রে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সেকারণে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। একই অনুষ্ঠানে জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে। আমাদের হাতে দলের যে আমানত রয়েছে সেটি রক্ষা করতে হবে।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে: নার্গিস