জার্মানির সংসদ বুন্ডেসটাগ ১৮ বছর বয়সীদের জন্য নতুন স্বেচ্ছাসেবী সামরিক সেবা কর্মসূচি অনুমোদন করেছে, যা দেশটির প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন আনছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৮ বছর বয়সী সব পুরুষকে সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহ জানাতে বাধ্যতামূলক প্রশ্নপত্র পাঠানো হবে, নারীদের জন্য এটি ঐচ্ছিক। এই উদ্যোগ চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের ‘ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গড়ার পরিকল্পনার অংশ।
৩২৩–২৭২ ভোটে পাস হওয়া এই আইনকে কেন্দ্র করে জার্মানির প্রায় ৯০টি শহরে শিক্ষার্থীরা ধর্মঘট ও বিক্ষোভের ঘোষণা দিয়েছে। তরুণরা বলছেন, তারা যুদ্ধের প্রশিক্ষণ নিতে বা ব্যারাকে ছয় মাস কাটাতে চান না। প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, ২০২৭ সাল থেকে সব ১৮ বছর বয়সী পুরুষের চিকিৎসা পরীক্ষা করা হবে যাতে জরুরি অবস্থায় দ্রুত সেনা নিয়োগ সম্ভব হয়।
বর্তমানে জার্মান সেনাবাহিনীতে প্রায় ১ লাখ ৮২ হাজার সদস্য রয়েছে। সরকার ২০৩০-এর দশকের শুরুতে সেনা সংখ্যা ২ লাখ ৬০ হাজারে উন্নীত করতে চায়। তবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না পাওয়া গেলে বাধ্যতামূলক সামরিক সেবা পুনর্বহালের সম্ভাবনাও রয়েছে।
১৮ বছর বয়সীদের জন্য জার্মানিতে স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালু, তরুণদের বিক্ষোভ