বাগেরহাটের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা ‘চেয়ারের নয়, সিস্টেমের পরিবর্তন’ চান। তিনি সতর্ক করে বলেন, যারা পুরোনো পদ্ধতিতে ক্ষমতায় আসতে চান, সংস্কারে না এলে তাদের পথ বন্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক দেন তিনি। সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলন কোনো হত্যাকাণ্ড বৈধতা দিতে হয়নি, আবরার-বিশ্বজিতের মতো সোহাগের খুনিরাও রেহাই পাবে না। নেতারা শহরে পদযাত্রা ও পথসভা শেষে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন।
সিস্টেম পরিবর্তনের দাবি এনসিপির, সংস্কার ছাড়া ক্ষমতায় আসা যাবে না: নাহিদ ইসলাম