বৃহস্পতিবার পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। পুনঃনিরীক্ষণের বিষয়ে প্রশাসন থেকে কোনো আশ্বাস না পেয়ে তিনি প্রশাসনিক ভবনের ৫ম তলার রেলিং থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। তবে এক কর্মচারী তাৎক্ষণিক তাকে টেনে নামিয়ে আনেন। জানা গেছে, ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র তিনিই একটি কোর্সে অকৃতকার্য হন। তবে তিনি দাবি করেন, ফেল করার মতো উত্তর দেননি। ১ নম্বরের জন্য ফেল দিয়েছে। অন্য শিক্ষক দিয়ে পুনরায় খাতা দেখলেই তিনি পাশ করবেন বলে জানান।