২০২৬ সালের ১২ জানুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষে মোট ৩১ লাখ ৮৮ হাজার করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও তিন হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এনবিআর প্রবাসীদের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, এ পর্যন্ত ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে প্রায় পাঁচ হাজার প্রবাসীও রয়েছেন। ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ তারিখ দুই দফা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। চলতি করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, প্রবাসী, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশিদের জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
এনবিআর সকল করদাতাকে ৩১ জানুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।
২০২৫-২৬ করবর্ষে ৩১.৮৮ লাখ করদাতা ও ৩ হাজার প্রবাসীর ই-রিটার্ন দাখিল