নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভীর দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন। বৃহস্পতিবার বিচারক আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলার শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। আইভীর আইনজীবীরা জানান, এজাহারে তার নাম না থাকলেও আদালত জামিন দেননি, অথচ একই মামলায় ১৯ জন আসামি জামিন পেয়েছেন। তারা বলেন, এ সিদ্ধান্ত বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমাবে এবং তারা উচ্চ আদালতে আপিল করবেন। আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট আগের পাঁচ মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে আরও পাঁচ মামলায় তাকে জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটিতেই তার নাম নেই। এক মামলার সময় তিনি পুলিশ হেফাজতে ছিলেন বলেও দাবি করেন তারা।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর, আইনজীবীদের উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা