ঠাকুরগাঁও জেলার ৪২টি ভূমি অফিসে গত দুই সপ্তাহ ধরে খাজনা ও মিউটেশন কার্যক্রম বন্ধ রয়েছে। সার্ভারের কারিগরি জটিলতার কারণে সাধারণ মানুষসহ কর্মকর্তারাও চরম ভোগান্তিতে পড়েছেন। খাজনার রশিদ না পেয়ে জমির রেজিস্ট্রি আটকে যাচ্ছে, বন্ধ রয়েছে রাজস্ব আদায়। জেলা প্রশাসক জানিয়েছেন, কেন্দ্রীয় সার্ভারের সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ চলছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, প্রতিদিন শত শত মানুষ ফিরে যাচ্ছেন খালি হাতে।
ঠাকুরগাঁওয়ের ৪২ ভূমি অফিসে দুই সপ্তাহ ধরে খাজনা-মিউটেশন বন্ধ, সাধারণ মানুষসহ কর্মকর্তারাও চরম ভোগান্তিতে পড়েছেন।