বান্দরবানে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি দীর্ঘ ২৭ বছরের হলেও তা হঠাৎ করে বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, সরকার শান্তি ও উন্নয়নের প্রতি গুরুত্ব দিচ্ছে। শিক্ষা অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, জিপিএ-৫ এর প্রতিযোগিতায় মানহীনতা এসেছে। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, তিন পার্বত্য জেলায় বহু মানুষ অতিদরিদ্র। সরকারি বরাদ্দ থাকলেও সঠিক ব্যবহার না হওয়ায় অর্থ ফেরত যাচ্ছে। অনুষ্ঠান শেষে কৃষক ও নারীদের মাঝে গাছের চারা, গবাদিপশু, সেলাইমেশিন ও স্বাস্থ্যসুরক্ষামূলক চেক বিতরণ করা হয়।
পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর হয়েছে, কাজেই চট করে বাস্তবায়ন করে ফেলতে পারব, আপনারাও প্রত্যাশা করবেন না, আমরাও করি না। বর্তমান সরকার গুরুত্বসহকারে চাচ্ছে শান্তি প্রতিষ্ঠিত হোক: পররাষ্ট্র উপদেষ্টা