দিল্লির কুতুব মিনার ৯০০ বছরেরও বেশি সময় ধরে মুসলিমদের ভারত বিজয় ও প্রাচীন ইসলামি স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। ১১৯২ সালে সুলতান মুহাম্মদ ঘুরির পৃথ্বীরাজ চৌহানের ওপর বিজয়ের পর তাঁর সেনাপতি কুতুবউদ্দিন আইবেক ১১৯৩ সালে মিনার নির্মাণ শুরু করেন। তাঁর তত্ত্বাবধানে প্রথম দুই তলা নির্মিত হয় এবং উত্তরসূরি ইলতুৎমিশ তৃতীয় ও চতুর্থ তলা সম্পন্ন করেন। পরবর্তীতে ১৩৮৬ সালে ফিরোজ শাহ তুঘলক পঞ্চম তলা নির্মাণ শেষ করেন। দিল্লির দক্ষিণে মাহরৌলিতে অবস্থিত এই মিনারটির উচ্চতা ৭২.৫ মিটার এবং এটি বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার। ১০০ একর জায়গাজুড়ে বিস্তৃত কুতুব কমপ্লেক্সে কুওয়াতুল ইসলাম মসজিদ, আলাই মিনার, আলাই গেট ও বিভিন্ন সুলতানের সমাধি রয়েছে। লোহিত বেলে পাথরে নির্মিত মিনারের গায়ে কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি খোদাই করা, যা ইসলামি শিল্প ও দিল্লি সুলতানাত যুগের ঐতিহ্যের অনন্য নিদর্শন।
দিল্লির কুতুব মিনার মুসলিম বিজয় ও ইসলামি স্থাপত্য ঐতিহ্যের ৯০০ বছরের প্রতীক