আওয়ামী লীগ আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘ ১৫ মাস কারাভোগকারী জবি শিক্ষার্থী খাদিজাতুল কোবরা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার নিকৃষ্ট উদাহরণের মধ্যে অন্যতম আমি। বিনা দোষে, কোনো কিছু না করে, কোনো কিছু না বলে ১৫ মাস আমি জেল খেটেছি। খাদিজা বলেন, হয়তো ফ্যাসিস্ট একটা উদাহরণ তৈরি করেছিল আমাকে দিয়ে যে, তুমি মেয়ে হও আর যাই হও, শিক্ষার্থী হলেও আমার বিরুদ্ধে কথা বললে তোমাকে ভোগান্তিতে পড়তে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করে আজকে সরকারের উপদেষ্টাদের বসিয়েছি। আসিফ নজরুল স্যার যদি বিচারগুলো করতে না পারেন, তাহলে আপনি নেমে যান। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হওয়াতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আসিফ নজরুল স্যার যদি বিচারগুলো করতে না পারেন, তাহলে আপনি নেমে যান: খাদিজাতুল কোবরা