শুক্রবার রাত আটটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নৌকাটির ৮০ শতাংশই পুড়ে গেছে। নৌকাটিতে ১২ জন পর্যটক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিরাপদে নেমে যেতে সক্ষম হন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সম্ভাব্য কারণ হতে পারে সিলিন্ডার বিস্ফোরণ, চুলার মাধ্যমে আগুন ছড়িয়ে যাওয়া কিংবা বৈদ্যুতিক শর্টকাট!
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন, আগুনে নৌকাটির ৮০ শতাংশই পুড়ে গেছে। ১২ জন পর্যটক ছিলেন, তারা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।