জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে বলেন, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজির রাজনীতিকে প্রত্যাখ্যান করে সৎ মানুষের হাতে ভোটের আমানত তুলে দিতে হবে। তিনি সতর্ক করেন, যারা লুটপাট করেছে তাদের হাতে ক্ষমতা গেলে হিন্দু-মুসলমান কারো জান-মাল নিরাপদ থাকবে না।
গোলাম পরওয়ার তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তখন ডুমুরিয়া ছিল ভয়াবহ সন্ত্রাসকবলিত। তিনি দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া দুটি অঙ্গীকার—সন্ত্রাস দমন ও শতভাগ স্বচ্ছ উন্নয়ন—বাস্তবায়ন করেছেন। তার সময়ে প্রায় ৩৫০ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয় এবং এর পূর্ণ হিসাব বই আকারে প্রকাশ করা হয়েছে। যৌথবাহিনী গঠন করে বহু সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়, কেউ পালিয়ে যায় এবং কেউ এলাকা ছেড়ে যায়।
বর্তমান নির্বাচনি পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। এক প্রার্থীর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আদালতে ১৩ বছরের সাজা এবং হাওয়া ভবনের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেন তিনি।
খুলনায় ভোটারদের সৎ প্রার্থী বেছে নিতে আহ্বান জানালেন গোলাম পরওয়ার