যুক্তরাষ্ট্রের ২৪৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের আয়োজনে টঙ্গী হাইওয়েস্থ ইউনাইটেড কনভেনশন সেন্টারে বিশেষ অনুষ্ঠান হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে আমীর ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূতকে প্রদান করা হয়। অনুষ্ঠানে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক, বাণিজ্যিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের আয়োজনে জামায়াতের পক্ষ থেকে আমীর ডা. শফিকুর রহমানের শুভেচ্ছাবার্তা প্রদান করা হয়।