ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সমর্থক ছিলেন। পরিবারের অভিযোগ, দিলীপ ও তার সহযোগীরা প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। তবে দিলীপ অভিযোগ অস্বীকার করে জানান, লায়ন শাকিল গ্রুপের গুলিতেই সাদ্দাম নিহত হয়। পুলিশ জানিয়েছে, কান্দিপাড়ায় দীর্ঘদিন ধরে লায়ন শাকিল ও দিলীপ গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সন্ধ্যায় একই এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে দুই রাজনৈতিক গ্রুপের সংঘর্ষে একজন নিহত