এক সেমিনারে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নতুন করে ঘুরে দাঁড়িয়েছে গবাদি পশু পালনে স্থানীয় খামারিরা। সময় বদলে যাওয়ায় এখন বাড়ি বাড়ি গরু-ছাগল পালন করছেন নারী খামারি ও উদ্যোক্তারা। এখন কুরবানিতে বাইরের দেশের ওপর নির্ভরতা নেই বললেই চলে। আশা করা যাচ্ছে এবার কুরবানির অর্থনীতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। উপদেষ্টা বলেন, এবার কাঁচা চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ বিতরণের ঘোষণা দিয়েছে। কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে কাঁচা চামড়া সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে।
কুরবানির অর্থনীতি এবার এক লাখ কোটি টাকা ছাড়াবে: উপদেষ্টা ফরিদা আখতার