ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির আমির ডা. শফিকুর রহমান এ দাবি জানান। তিনি বলেন, ভারত বারবার হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তা বাড়ছেই। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসএফ ৫৮৮ জন বাংলাদেশিকে হত্যা করেছে বলে ‘অধিকার’-এর তথ্য তুলে ধরেন তিনি। আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে তিনি সীমান্ত হত্যা বন্ধ ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জামায়াত।