Web Analytics

বাংলাদেশ ও কাতারের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য প্রেষণ সংক্রান্ত বহুল প্রতীক্ষিত চুক্তি দোহায় স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই চুক্তিতে স্বাক্ষর করেন। প্রাথমিকভাবে প্রায় ৮০০ জন বাংলাদেশি সদস্য তিন বছরের জন্য কাতারে প্রেষণে যাবেন, যা কর্মদক্ষতার ভিত্তিতে ছয় বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই চুক্তির ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনে উপকৃত হবে। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানসহ উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত এপ্রিল মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরের ফলেই এই চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত হয় বলে জানানো হয়েছে।

17 Nov 25 1NOJOR.COM

বাংলাদেশ-কাতার প্রতিরক্ষা চুক্তিতে কাতারে যাচ্ছে ৮০০ বাংলাদেশি সেনা সদস্য

Person of Interest

logo
No data found yet!