নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে বহু প্রাণ হারানো সত্ত্বেও পুরনো রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি ও সন্ত্রাস চালিয়ে যেতে চায়। তিনি নতুন সংবিধান ও দেশের পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় জনগণের সমর্থন কামনা করেন। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে বড় সমাবেশের কথা জানান। তিনি ছাত্র-জনতাকে চাঁদাবাজদের বিরুদ্ধে ভীত না হয়ে একতাবদ্ধ হওয়ার নির্দেশ দেন।
আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাজনীতি করতে চায়। চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়: নাহিদ ইসলাম