Web Analytics

সাংবাদিক, কলামিস্ট ও করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন দৈনিক *আমাদের সময়*-এর নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আবু সাঈদ খানের স্থলাভিষিক্ত হন। ১৪ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পত্রিকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের সময় প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেনসহ সাংবাদিক ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

দায়িত্ব গ্রহণকালে শাখাওয়াত হোসেন বলেন, পত্রিকাটির গৌরব ধরে রাখতে এবং পাঠকের আস্থা বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। সাংবাদিকতা জীবনের পাশাপাশি তিনি করপোরেট জগতে সাফল্য অর্জন করেছেন এবং বর্তমানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের ট্যুরিজম ও হসপিটালিটি খাতে শাখাওয়াত হোসেনের অবদান উল্লেখযোগ্য। সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নেতৃত্বে *আমাদের সময়* নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশলগত দিকনির্দেশনা পেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

16 Dec 25 1NOJOR.COM

দৈনিক আমাদের সময়ের নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন শাখাওয়াত হোসেন

Person of Interest

logo
No data found yet!