কিশোরগঞ্জের বাজিতপুরে নৌকাডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। হাওড় পর্যটনের ঘোড়াউত্রা নদীতে সলিল সমাধি হয়েছে পর্যটক সজিব কুমার দের (৪০)। নিখোঁজ রয়েছে গভীর পানিতে নিমজ্জিত নৌযানটিও। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে হাওড়ে আসা ১৫ যাত্রী ও ১২টি মোটরসাইকেল নিয়ে অষ্টগ্রামের দিকে যাচ্ছিল ওই ইঞ্জিনচালিত নৌকাটি। ঘোড়াউত্রা নদী অতিক্রমকালে ঝড়ো হাওয়ায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাঝপথে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সজিব কুমার দে পানিতে তলিয়ে নিখোঁজ হন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘোড়াউত্রা নদীতে সলিল সমাধি হয়েছে পর্যটক সজিব কুমার দের (৪০)।