চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের একটি মুদি দোকান থেকে বিদেশি পিস্তল, দুটি গুলিভর্তি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে দোকান মালিক জহির আহম্মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে দুই ভাই সাকিবুল ইসলাম ও রানা গ্রেফতার হন। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চলতি মাসে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে মোট পাঁচটি মামলায় আটজনকে গ্রেফতার এবং ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে মুদি দোকান থেকে বিদেশি পিস্তল উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ