Web Analytics

রাজধানীর ডেমরায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শুক্রবার সকালে ডেমরা থানা বিএনপির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আওয়ামী লীগ নেতা মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের এসব নেতা-কর্মীরা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। শাহাদাত হোসেন বলেন, তিনি অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে ছিলেন, তবে চাপের মুখে আওয়ামী লীগে যোগ দিতে হয়েছিল। এখন পুনরায় বিএনপিতে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। বিএনপি নেতারা বলেন, তাদের দল প্রতিশোধের রাজনীতি করে না এবং তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে একসঙ্গে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

28 Nov 25 1NOJOR.COM

ডেমরায় আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান জাতীয় নির্বাচনের আগে

Person of Interest

logo
No data found yet!