চীনের আনহুই প্রদেশের উহু শহরের ব্যস্ত সড়কে রোবট ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে। গত শনিবার থেকে স্মার্ট এই রোবট মানব ট্রাফিক পুলিশের সঙ্গে সড়ক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার কাজে অংশ নিচ্ছে বলে সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশি পোশাক পরা, বুকে ট্রাফিক পুলিশের লোগো ও নম্বর সংবলিত রোবটটিকে একটি ছোট চলমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রাফিক নির্দেশ দিতে দেখা গেছে, যা নিজে নিজেই নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে এবং চারদিকের যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারে।
রোবটটি চারটি ক্ষেত্রে প্রশিক্ষিত—ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা তৈরি, মোড়ে যান চলাচল সমন্বয়, অনিয়মিত আচরণ শনাক্ত করে সতর্ক করা এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ। এটি ট্রাফিক লাইট ও ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যস্ত সময়ে মানব পুলিশকে পুনরাবৃত্তিমূলক কাজে সহায়তা করতে পারে।
এই উদ্যোগের মাধ্যমে ব্যস্ত সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং মানব পুলিশের কাজের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
উহু শহরে রোবট ট্রাফিক পুলিশ মানব কর্মকর্তাদের সহায়তায় দায়িত্ব পালন শুরু করেছে