অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত সাতজন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠাচ্ছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। সোমবার সকাল সোয়া ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন।
চিকিৎসার জন্য যাত্রা করবেন মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন, মো. মিজান মিয়া ও মো. হামিদুল সরকার। প্রত্যেকের সঙ্গে একজন করে পরিবারের সদস্য থাকবেন, যারা বিদেশে চিকিৎসাকালীন সময়ে সহায়তা করবেন। এই উদ্যোগ আহত যোদ্ধাদের প্রতি সরকারের সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
থাইল্যান্ডে উন্নত চিকিৎসার মাধ্যমে আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাত জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠাচ্ছে সরকার