বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশে আবারও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি বলেন, বাংলাদেশকে জিয়ার দেখানো গণতন্ত্র, সমৃদ্ধি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে ফিরতে হবে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান একদলীয় বাকশাল ব্যবস্থা থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং মুক্তবাজার অর্থনীতি চালু করে উন্নয়নের ভিত্তি গড়ে তোলেন। বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এদিন জিয়ার কবর জিয়ারত করে তাঁর আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশে আবারও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে