মাগুরায় ঈদের রাতে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত নৈশভোজ থেকে গণঅভ্যুত্থানের শহিদ পরিবারগুলোকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সুধীমহলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও শহিদ পরিবারের জন্য সরকারি কোনো নির্দেশনা নেই- এমন মন্তব্য করেছেন জেলা প্রশাসক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ জেলার নানা শ্রেণি-পেশার ব্যক্তিসহ ৩ শতাধিক অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। যেখানে সন্ধ্যার পর থেকে তিন দফায় আপ্যায়িত হন আমন্ত্রিতরা। রাজনৈতিক দলগুলো বলছে, মাগুরায় দশজন শহীদ হয়েছেন। যাদের কারণে নতুন বাংলাদেশ, তাদের মর্যাদা না দেওয়া দুঃখজনক।