Web Analytics

রয়টার্সের বরাতে প্রকাশিত ‘ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক’ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন, যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা উচিত।

তিনি ব্যাখ্যা করেন, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের সঙ্গে কোনো যোগাযোগ আছে কি না। তিনি জানান, গত বছর অসুস্থতা থেকে সেরে ওঠার পর দেশ-বিদেশের অনেকেই তাকে দেখতে আসেন, যার মধ্যে দুইজন ভারতীয় কূটনীতিকও ছিলেন। তিনি বলেন, বৈঠকটি গোপন ছিল না এবং তারা এটি প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু কূটনীতিকরা অনুরোধ করায় তা প্রকাশ করা হয়নি।

স্থানীয় কিছু গণমাধ্যমে বৈঠকটিকে ‘গোপন’ বলে প্রচার করায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান।

01 Jan 26 1NOJOR.COM

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠকের খবর অস্বীকার করে দায়িত্বশীল সংবাদ চাইলেন জামায়াত আমির

Person of Interest

logo
No data found yet!