চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জাকির হোসেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক যৌথ সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাকির হোসেন বলেন, তাদের নেতা ভিপি নূর ও বিএনপি নেতা তারেক রহমানের রাজনৈতিক নীতি ও আদর্শ একই সূত্রে গাঁথা। তিনি আরও জানান, তারেক রহমান জিতলে গণঅধিকার পরিষদও জিতবে। এ আসনে দলের সব নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং এর পক্ষে কাজ করবেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চাঁদপুর জেলা সভাপতি ও প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিম এবং গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক কাজী রাসেল।
চাঁদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জাকির হোসেন