ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৬ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। তালিকায় দেশের বিভিন্ন জেলার ৩৬টি আসনে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ৩০০ আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হবে। পটুয়াখালী-৩ আসনে লড়বেন নুরুল হক নুর, ঝিনাইদহ-২-এ রাশেদ খান, নেত্রকোণা-২-তে হাসান আল মামুন, চট্টগ্রাম, টাঙ্গাইল, গাজীপুর, সিলেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে দলের কেন্দ্রীয় নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৬ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ, পটুয়াখালী-৩ আসনে লড়বেন নুরুল হক নুর, ঝিনাইদহ-২-এ রাশেদ খান।