চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে খাল-নালায় জলপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। চট্টগ্রামে টানা বৃষ্টির পরও নগরজুড়ে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য। পরিকল্পিতভাবে কাজ চালিয়ে গেলে ভবিষ্যতেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারবে। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। কিন্তু খাল-নালায় জলপ্রবাহ স্বাভাবিক থাকলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। আরও বলেন, খাল-নালা পরিষ্কার কার্যক্রম চলমান রাখতে ইকুইপমেন্ট খুব দরকার। আমাদের ইক্যুইপমেন্টস সংকট রয়েছে। কারণ ১ হাজার ৬০০ কিলোমিটার নালা এবং ৫৭টি খালকে ক্লিন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনাটা স্মুথ রাখার কোনো বিকল্প নেই।
জলাবদ্ধতা নিরসনে খাল-নালায় জলপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। চট্টগ্রামে টানা বৃষ্টির পরও নগরজুড়ে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য: চসিক মেয়র