যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড ভারতের ভিসা না পাওয়ায় আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও স্পোর্টস জানিয়েছে, এই দেশগুলোর পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ভিসা দেওয়া হয়নি। বোর্ডগুলো আইসিসিকে চিঠি পাঠানোর পাশাপাশি এর অনুলিপি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই) পাঠিয়েছে, তবে এখনো কোনো পক্ষই জবাব দেয়নি। বিশ্বকাপ শুরু হতে প্রায় এক মাস বাকি থাকলেও ভারত ভিসা নীতিতে কোনো শিথিলতার ইঙ্গিত দেয়নি।
এ অবস্থায় আইসিসি নতুন জটিলতায় পড়েছে, কারণ বাংলাদেশও নিরাপত্তা ইস্যুতে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে চায়। এতদিন শুধু পাকিস্তানের ক্রিকেটাররাই এমন সমস্যার মুখোমুখি হতো, এবার অন্য দেশগুলোর খেলোয়াড়রাও একই পরিস্থিতিতে পড়েছে।
সমস্যা সমাধান না হলে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বোর্ডগুলো আবারও আইসিসি ও বিসিসিআইকে যৌথভাবে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা না দেওয়ায় পাঁচ দেশ আইসিসির কাছে অভিযোগ