এনসিপি নেতা সারজিস আলম বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের যে রেজিস্ট্রেশন প্রয়োজন তার আবেদন করার প্রক্রিয়াটি চলতি মাসের ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে পারব বলে আশা করছি। তিনি বলেন, এ নিবন্ধন পেতে যে ১০০টি উপজেলা এবং প্রায় ২২টি জেলায় কমিটি প্রয়োজন হয় সেগুলো এনসিপির ইতোমধ্যে হয়ে গিয়েছে এবং অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে। আরো বলেন, এনসিপি সাংগঠনিক যে কার্যক্রম এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে কারণ- সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার এ প্রক্রিয়া রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যন্ত পৌঁছে গেলে এটা অটোমেটিক নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিকে সম্পন্ন করে।
চলতি মাসের ১৫ তারিখের মধ্যে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন প্রক্রিয়ার আবেদন সম্পন্ন করা হবে: সারজিস আলম