বাংলাদেশ কোস্টগার্ড কক্সবাজার উপকূলে পৃথক দুটি অভিযানে ৫৩ জন জেলেকে আটক করেছে এবং প্রায় সাড়ে ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে। অভিযানে তিনটি আর্টিসানাল ট্রলিং বোট ও ৩০টি ট্রলিং জালও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকার বেশি। অভিযান দুটি পরিচালিত হয় বাঁশখালীর খাটখালী নদীর মোহনা ও সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে প্রথম অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। পরদিন ভোরে দ্বিতীয় অভিযানে আরও ৩৭ জেলে আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
কোস্টগার্ড জানায়, সামুদ্রিক সম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও মাছ ধরার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে নজরদারি আরও জোরদার করা হবে।