Web Analytics

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের সা-নূর এলাকায় ১২৬টি অবৈধ আবাসন ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছে। বেসামরিক প্রশাসনের অধীনে পরিচালিত উচ্চ পরিকল্পনা কাউন্সিল এই পরিকল্পনা অনুমোদন করেছে, যার ফলে বসতি স্থাপনকারীরা সা-নূর চৌকিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে। ২০০৫ সালে তেলআবিব একতরফাভাবে এই এলাকা ফিলিস্তিনের ভূখণ্ড থেকে আলাদা করে নেয়।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ২০২৪ সালের মার্চে ইসরাইলি পার্লামেন্ট ‘বিচ্ছিন্নতা আইন বাতিল’ বিল পাস করার পর এই অনুমোদন আসে। গত ২৩ ডিসেম্বর কট্টর-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ১২৬টি আবাসন ইউনিটের প্রস্তাব বিবেচনা করতে উচ্চ পরিকল্পনা পরিষদের বৈঠক আহ্বান করেন। চ্যানেল-৭ জানিয়েছে, পরিকল্পনাটি প্রায় দুই মাসের মধ্যে কার্যকর হবে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে। জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ।

01 Jan 26 1NOJOR.COM

অধিকৃত পশ্চিম তীরের সা-নূরে ১২৬টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

Person of Interest

logo
No data found yet!