যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে নির্বাচনকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে উদ্বেগকে উল্লেখ করে ক্ষমতাসীন অবস্থায় এই প্রসঙ্গের মূল্যায়ন জানতে চান এক প্রশ্নকারী। মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এ বিষয়ে তিনি অনুমান করে কিছু বলতে নারাজ। প্রশ্নকারী একই প্রশ্ন পুনরায় করার অনুমতি চাইলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নবনিযুক্ত এই মুখপাত্র পুনরায় প্রশ্নের উত্তর দেবেন না বলে সাফ জানিয়ে দেন।