এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে। এই দেশ কোনো পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি, দু-একটি পরিবার এই দেশকে শাসন করবে, শোষণ করবে। তা আর হতে দেওয়া হবে না। এখন দেশের ১৮ কোটি জনগণ সিদ্ধান্ত নেবে। হান্নান মাসুদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে তারা মাথা উচু করে দাঁড়াতে পারছে না। বারবার এই সরকার অত্যাচারীদের কাছে মাথানত করছে। আরো বলেন, ডিএসসিসি করায়ত্ব করে রাখা হয়েছে। আরও একবার জোর যার, মুল্লুক তার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে। এই দেশ কোনো পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি, দু-একটি পরিবার এই দেশকে শাসন করবে, শোষণ করবে: হান্নান মাসুদ